Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ করেছেন জাতিসংঘের মহাসচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৯:০০ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৯:০০ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেস মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ করেছেন। 

 

বুধবার জার্মানিতে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ক্রিস্টিন স্ক্রানার বার্গেনারকে মিয়ানমারে তার বিশেষ দূত নিয়োগ করেন গুয়েতেরেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে প্রস্তাব আনা হয় যেন গুয়েতেরেস যেন মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত নিয়োগ করে। রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করাই তার মূল উদ্দেশ্য হবে।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিগত নিধন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় ৬ লাখ ৯২ হাজার রোহিঙ্গা। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় জাতিগত নিধনের আলামত খুঁজে পায়।

জাতিসংঘের মানবাধিকার কমিশন এ ঘটনাকে ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ অ্যাখ্যা দেয়। মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করলেও রাখাইনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবেশাধিকার নিষিদ্ধ রাখে। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি তারা জাতিসংঘকে সেখানে প্রবেশাধিকার দিতে বাধ্য হয়।

মিয়ানমারে জাতিসংঘের বর্তমান দূত হাও ডু সুয়ান তাৎক্ষণিক কোনও মন্তব্য জানাননি। তবে চলতি মাসের শুরুতে তিনি বলেছিলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় যেকোনও সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি। তবে এজন্য মিয়ানমারের সরকারের পূর্ণ সমর্থন প্রয়োজন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কয়েকদিনের মধ্যেই নিয়োগপ্রক্রিয়া শেষ হবে। এদিকে সোমবার রাখাইন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের।

Bootstrap Image Preview