Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহারের দাবিতে জাপানে বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৮:১৬ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৮:১৬ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে জাপানের ওকিনাওয়াতে হাজারও মানুষ। বিক্ষোভকারীদের দাবি, তারা দক্ষিণ জাপানের সমস্ত দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটির প্রত্যাহার চান।

 

শনিবার নাহা পার্কে প্রায় ৭০ হাজার বিক্ষোভকারীরা এই ঘাঁটি প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেন।

এর আগে তাকেশি ওনাগা ২০১৪ সালে দেশটির গভর্নর হিসেবে নিয়োজিত হন। সেসময় মার্কিন ঘাঁটি স্থানান্তরিত করে ওকিনাওয়া দ্বীপে আনার বিষয়টি নিয়ে সমালোচনা ও বিরোধিতা করে তিনি কেন্দ্রীয় গভর্নরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শনিবার অঞ্চলটির ডেপুটি গভর্নর কিচিরো জাহানার নেতৃত্বে বিক্ষোভটি চলমান হয়। কিচিরো বলেন, গভর্নরের দেখানো পথেই তিনি এ বিক্ষোভ চালিয়ে যাবেন এবং তার দৃঢ় বিশ্বাস তারা সফল হবেন।

বিক্ষোভকারীরা বলেন, মার্কিন সামরিক ঘাঁটি ম্যারিন কর্পস এয়ার স্টেশন ফুটেনমাকে জনবহুল অঞ্চল থেকে স্থানান্তরিত করে দ্বীপ অঞ্চলে এনে শুধু পরিবেশগত সমস্যার সৃষ্টিই না বরং এখানকার স্থানীয় মানুষের ইচ্ছাকেও অবমূল্যায়ন করা হচ্ছে। বিক্ষোভকারীরা ‘নতুন হেনোকো ঘাঁটি না’ এবং ‘ওকিনাওয়ানবাসী হার মানবে না’ সেøাগানে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এদিকে জাপান সরকার বলেন, তাদের বর্তমান পরিকল্পনাটাই একমাত্র সমাধান। তবে বেশিরভাগ ওকিনাওয়াবাসী দ্বীপে এই ঘাঁটির স্থানান্তরিতার বিরোধিতা করেছে।

Bootstrap Image Preview