Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, ফেব্রুয়ারি ২০১৯ | ৩ ফাল্গুন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৮, ১০:৩৫ PM
আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১০:৩৫ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি-

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহান হাছান নামে এক বাংলাদেশির ইন্তেকাল করেন।

অাজ ১৮ আগস্ট, শনিবার আনুমানিক দুপুর ১২টার সময় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী সোহান হাসান হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল ১৭ই আগস্ট আনুমানিক সন্ধ্যা ৭টার সময় সাউথ আফ্রিকায় প্রিটোরিয়ায় সোসাংগুবি (xx complex) নামক স্থানে এক দল কৃষ্ণাঙ্গ সশস্ত্র সন্ত্রাসী সোহান হাছানের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।এবং সন্ত্রাসীরা সোহান হাছানকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায়দ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ দুপুর আনুমানিক ১২টার সময় জীবন যুদ্ধে অবশেষে হার মানলেন এই রেমিটেন্স যোদ্ধা। চলে গেলেন না ফেরার দেশে। হাসপাতালের বেডে পড়ে আছে কেবল সোহান হাসানের নিথর দেহ।

নিহত সোহান হাছানের দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলা।

Bootstrap Image Preview