Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৩০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার, বাংলাদেশে রোজা শুরু শুক্রবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৮, ১০:২০ AM
আপডেট: ১৬ মে ২০১৮, ১০:২০ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি সৌদি আরবের আকাশে। মঙ্গলবার (১৫ মে) চাঁদ না দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে।

গতকাল মঙ্গলবার রাতে সৌদি বাদশার উপদেষ্টা তুর্কি আল শেইখ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পরে রোজা শুরু হয়। আর চাঁদও দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর। তাই বৃহস্পতিবার থেকে সৌদিতে আর শুক্রবার বাংলাদেশে শুরু হচ্ছে রোজা।

সৌদি আরবের এক গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, সৌদি আরবের কোনো স্থানে চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার থেকে রোজা শুরুর নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। কাতার, আমিরাত,লেবানন, বাহরাইন, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, দ. কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ বৃহস্পতিবার রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

Bootstrap Image Preview