Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নূপুর পরা নিথর ‘পা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৮, ০৮:০২ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview


আরিফ চৌধুরী শুভ।। প্রতিদিনের মতো ভোরের সূর্যটা ঝিলমিল আলোয় জ্বলছে আলোর ঝলকানিতে শিশির বিন্দুগুলো স্থায়ী হতে পারেনি স্বপ্নপাগল দুপেয় মানুষগুলোর ক্লান্ত চোখে তখনো গভীর ঘুম জড়ানো নিশীথ স্বপ্নের স্বাদ যেন স্বর্গের নিমন্ত্রণ। ঘুম ভাঙানো ভোরের পাখিগুলো একটু আগেও ডেকে ডেকে ব্যর্থ হয়ে অভিমান করে উড়ে গেল নীল সীমানায়। কেউ কি নিশীথ ঘুমে জমদূতের অাগবার্তাটা পেয়েছিল? রবির আলো, ভোরের পাখিই কি সেই জমদূত ছিল? ঘুম ভেঙ্গে ঘর ছেড়ে সবাই শামিল এক পথে মানব মিছিলের শেষ পদ থামলো রানা প্লাজায় ভোরের সূর্য, ভোরের পাখি ডেকে বলে ওরে দেশের ডলার মানুষ, ঘুম পাগলের দল ঘুমাসনে আর জলদি ওঠ, দ্রুত কাজে চল। তোদের হাতে ঘুরছে দেশের অর্থনীতির চাকা তোরা ঘুমালে দেশটা হবে ফাঁকা। আগের দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে সাভার বাসস্ট্যান্ড থেকে কেনা সস্তাদামের নূপুর জোড়া ভোরের হীম বাতাসে বাঁশের কঞ্চিতে দুলছে অপেক্ষা যেন নূপুরের মোটেও সহ্য না রাত না কাটতেই নূপুরের ডাকাডাকি ‘শরিফা পারভীন’ ওঠ, তোর যে বেলা যায়। কত শখ করে আমাকে এনেছিস পরবি না তুই? ‘শরিফা পারভীন’ ওঠ, তোর যে বেলা যায়। বাঁশের কঞ্চিতে ঝুলে দুলতে আমার আর ভালো লাগে না তোর রাঙ্গা দুটো পায়ে আমাকে বেশ মানাবে, ছন্দের তালে প্রতি কদমে রাঙা চরণে মাতাল হাওয়ায় নাচবো ‘শরিফা পারভীন’ ওঠ, তোর যে বেলা যায়। ভোরের আলো, ঘুম ভাঙ্গানো পাখি, আলতা পায়ের নূপুর সবাই এক এক করে বলছে, আর ঘুমাসনে ‘শরিফা পারভীন’ ওঠ, তোর যে বেলা যায়। তুই কাজে না গেলে আজ মায়ের ঔষধ কেনা হবে না মা যে আজও তোর দিকে চেয়ে আছে প্রতিদিন যেভাবে চেয়ে থাকে। আমাদের কথা তুই রাখ, ‘শরিফা পারভীন’ ওঠ, তোর যে বেলা যায়। এ কেমন ডাক, যে মৃত্যুর কাছে আসে মৃত্যু অলিঙ্গণ করে বীরের মত  হাসে হঠাৎ আকাশের কালো মেঘ থমকে দাঁড়ালো ভোরের আলো লজ্জায় মুখ লুকালো মেঘের আড়ালে ভোরের পাখিরা স্থবির হয়ে গেল নূপুরের নিক্কন হুংকার করে কেঁদে উঠল ঘৃণা, লজ্জায় সবাই প্রতিবাদী হলো তোমরা আমাদের ক্ষমা করো তোমাদের কথা আমরা রাখতে পারিনি। জীবনের বিনিময়ে শরিফার রেখে যাওয়া শেষ চিঠি ‘মাগো আমায় ক্ষমা করো তোমাদের জন্যে আর ঔষধ কিনতে পারবো না’ আর ‘নূপুর পরা নিথর পা’ তোমাদেরই কথা বলে আমাদের নিষ্ঠুরতার কথা বলে আমাদের অমূল্যায়িত ডলার মানুষদের  জীবনের কথা বলে মালিবাগ, চৌধুরী ভিলা।। ৩০.০৪.২০১৩
Bootstrap Image Preview