Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ভুল করে খালেদা জিয়াকে ‘বিরোধীদলীয় নেত্রী’ বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৮, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুল করে  ‘বিরোধীদলীয় নেত্রী’ বলে বসলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার সচিবালয়ে কারাবন্দি খালেদার চিকিৎসার বিষয়ে  সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই ভুল করেন।

খালেদার চিকিৎিসার বিষয়ে বলতে গিয়ে নাসিম বলেন, ‘সম্মানিত বিরোধীদলীয় নেত্রী তিনি নিজেও বলেছেন তার ইচ্ছানুযায়ী চিকিৎসা হয়েছে, এক্স-রে ও রক্ত পরীক্ষা হয়েছে। সেই রিপোর্টগুলো অলরেডি জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে’ বলেন নাসিম।

এ সময় মন্ত্রীর পাশে বসা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান মন্ত্রীর কানের কাছে গিয়ে নিচু স্বরে বলেন, ‘উনি বিরোধীদলীয় নেত্রী নন স্যার, তিনি বিএনপির নেত্রী।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হ্যাঁ বিএনপির চেয়ারপারসন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী।’

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় সংসদ থেকে ছিটকে পড়ে বিএনপি। ফলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ হন দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী।

কারাবন্দী থাকা অবস্থায় জেল কোডের বাইরে কাউকে চিকিৎসা দেয়া যায় না জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘বেগম জিয়ার সর্বোত্তম চিকিৎসা করা হচ্ছে ও করা হবে। তার যেকোন অসুবিধা দেখা হবে। তবে জেল কোডের বাইরে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমরা আশ্বস্ত করতে চাই, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কোনো অবহেলা করা হচ্ছে না, করার প্রশ্নই উঠে না।’ ‘তিনি একজন রাজনৈতিক নেতা, একটি দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি সব সময়ই আমাদের সদয় দৃষ্টিভঙ্গি আছে। তিনি বন্দী অবস্থায় কষ্ট না পান, চিকিৎসা ক্ষেত্রে কষ্ট না পান সেটা আমরা সরকার লক্ষ্য রাখছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিকে বলব খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অহেতুক মিথ্যাচার করবেন না। অহেতুক দোষারোপ করবেন না সরকারকে। আমাদের যা করণীয় তা আমরা করছি।’

তিনি বলেন, ‘বিএনপি অহেতুক রাজনীতি করে, সব বিষয় নিয়ে রাজনীতি করে। সবক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, গুজব ছড়াবেন না দয়া করে। বেগম জিয়া নিজেই চিকিৎসার জন্য ধন্যবাদ দিয়েছেন, তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে) এসেছেন। চিকিৎসা নিয়েছেন, ওষুধ খাচ্ছেন। তিনি ভালো আছেন।’

বিভ্রান্তি না ছড়িয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির নেতাদের আইন-আদালতের দিতে যত্মবান হওয়ার পরামর্শ দিয়ে নাসিম বলেন, ‘আইনজীবীদের প্রস্তুত করুন। তাকে কেন তারা জেলে রেখেছে? আইন-আদালতের মাধ্যমে বের করে নিয়ে আসে না কেন? এই কাজটা তারা করুক।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আদালতের নির্দেশ তিনি (খালেদা জিয়া) দুর্ভাগ্যজনকভাবে আজ কারাগারে আছে। আমরা কেউ না চাইলেও আদালতের নির্দেশে তিনি কারাগারে আছেন। আশা করি তিনি আদালতের নির্দেশেই মুক্তি পাবেন।’

‘যেহেতু তিনি রাষ্ট্রের হেফাজতেই কারাগারে আছেন এজন্য রাষ্ট্রের দায়িত্ব তাকে নিয়মিত ব্যবস্থা অব্যাহত রাখা ও তাকে সুস্থ রাখা। কিন্তু একটি বিষয় অত্যন্ত দুঃখজনক, মাঝে মধ্যেই গতকালও দেখলাম বিএনপি নেতারা বলেছেন, আমাদের সরকারি চিকিৎসায় তাদের আস্থা নেই।

Bootstrap Image Preview