Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, ডিসেম্বার ২০১৮ | ২৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সংসদেও বইছে বসন্তের হাওয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৭:২৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

বসন্তের প্রথম দিনে সারা দেশের ন্যায় সংসদেও বইছে বসন্তের হাওয়া। বসন্ত উৎসবের চেতনা ধারণ করে সংসদ সদস্যদের অনেকে বাসন্তী রঙের পোশাক পরে অধিবেশনে যোগ দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করতে দেখা যায়।

অন্যদিকে, বাসন্তী রঙের পাঞ্জাবি পরে অধিবেশনে রয়েছেন হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

সংসদ অধিবেশনে বাসন্তী রঙের কাপড় পরে আরও দেখা গেছে, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, ফজিলাতুন নেসা বাপ্পি, নাসিমা ফেরদৌস, জাতীয় পার্টির রওশন আরা মান্নানকে।

জাতীয় সংসদের অতিরিক্ত সচিব (মানব সম্পদ) ফরিদা পারভিন বলেন, এ ব্যাপারে অফিসিয়ালি কোনো নির্দেশ ছিল না, যে যার মতো করে শাড়ি, সালোয়ার কামিজ পরে আসছেন।

Bootstrap Image Preview