Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, ডিসেম্বার ২০১৮ | ৩০ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নির্মাণের ৪ মাসের মাথায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফাটল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৮, ০৭:১৫ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৮, ১০:০২ AM

bdmorning Image Preview


মো. সাইফুল ইসলাম, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য স্থাপনের ৪ মাসের মাথায় ভাষ্কর্যে ফাটল দেখা দিয়েছে।

জাতির জনকের ভাষ্কর্য নির্মাণে দুর্নীতি হয়েছে শিক্ষকদের এমন অভিযোগ। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফের নিয়গের জোরে এ ভাস্কর্যটি তড়িঘড়ি করে স্থাপন করেন।তবে ফাঁটলের বিষয়ে বুধবার পর্যন্ত অবগত নয় সংশ্লিষ্ট প্রকৌশল কার্যালয়। সম্প্রতি বিষয়টি সাংবাদিকদের নজরে আসে। জানা যায়, ভাষ্কর্যের জন্য ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ অর্থ বছরে দুই দফায় ১০ লক্ষ টাকা করে বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি। টেন্ডার প্রক্রিয়াকে কৌশলে এড়িয়ে ভাস্কর মৃণাল হককে ভাস্কর্য স্থাপনের কাজটি দিতে দুই অর্থ বছরে বরাদ্দ প্রদান করা হয়েছে এমন অভিযোগ রয়েছে।

গত মার্চে কাজ শুরু করে ২৫ মে ভাষ্কর্যটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংকুচিত স্থানে স্থাপন করা হয়।তবে বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নির্ধারিত মাপ ও নকশায় ভাস্কর্যটি তৈরি করা হয়নি।এ নিয়ে গণ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনার মুখে ভাষ্কর্যটিকে সরিয়ে আগষ্টে ফের নতুন ভাবে তৈরি ভাষ্কর্যটি স্থাপন করা হয়। এ দিকে ভাষ্কর্য নির্মাণে শুরু থেকেই দুর্নীতি হচ্ছে এমন অভিযোগে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের নেতারা অভিযোগ করেন।

দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবিতে শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বঙ্গবন্ধু পরিষদের সদস্য মো: আসাদুজ্জামান গত ১০ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন। তার আন্দোলনে সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তার সাথে অবস্থান করলেও তৎকালীন প্রশাসন বিষয়টি আমলে না নিয়ে বরং আন্দোলনকারী শিক্ষকদের হয়রানি করেন।

বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফাঁটলের বিষয়ে মো: আসাদুজ্জামান বলেন, ‘এ ভাস্কর্য নির্মানে দুর্নীতি হয়েছে, নিম্ন মানের সামগ্রীব্যবস্থা করা হয়েছে যা স্পষ্ট। এটা দুঃখ জনক যে প্রশাসন তখন কোন ব্যবস্থা নেয়নি।তদন্ত সাপেক্ষ অবিলম্বে দুর্নীতি বাজদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানান এ শিক্ষক। সরেজমিনে ভাষ্কর্যের বিভিন্ন অংশে বেশ কয়েক টিফাঁটল দেখা যায়। তবে ফাঁটলের বিষয়টি জানেনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল হাসান জানান, ভাষ্কর্যে কোন ক্রটি দেখা দিলে নিজ খরচে মেরামত করে দিবেন।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: আইনুল হক বলেন, ‘তৎকালীন উপাচার্য ভাষ্কর্য নির্মাণে দুর্নীতি করেছে যা আজ প্রমানিত। ভাষ্কর্যে যে দুর্নীতি হয়েছে সে বিষয়ে প্রশাসনকে লিখিত ভাবেও বলেছি।’

শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবুতাহের বলেন, ‘বঙ্গবন্ধু ভাষ্কর্যে ফাঁটল মানে জাতির অস্তিত্বে ফাঁটল। দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি না হলে এটা হবে কলঙ্ক জনক এক অধ্যায়।’

এ বিষয়ে ভাষ্কর মৃণালহকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে বলেন, ‘আমি লোক পাঠিয়েছি। ভাস্কর্যে কোন ক্রটি দেখা দিলে আমরা তা মেরামত করে দিব।’

Bootstrap Image Preview