Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের দেখতে ঢাকায় এসেছে ওআইসির আইপিএইচআরসির প্রতিনিধিদল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৮, ১১:২৮ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৮, ১১:৩০ PM

bdmorning Image Preview


কূটনৈতিক প্রতিবেদক-

ওআইসি’র ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটির (আইপিএইচআরসি) কমিটির প্রতিনিধিদল রোহিঙ্গাদের দেখতে ঢাকায় এসেছে।

আইপিএইচআরসির চেয়ারম্যান ড. রশিদ আল বালুশির নেতৃত্বে উক্ত কমিটি ও সেক্রেটারিয়েটের কিছু সদস্যসহ ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল মিয়ানমার হতে জোর পূর্বক বিতাড়িত এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জনগোষ্ঠীর অবস্থা স্বচক্ষে দেখার জন্য ৩ হতে ৫ জানুয়ারি ২০১৮ পর্যন্ত বাংলাদেশ এই সফর করছেন।

সফরকালে তাঁরা পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব (দ্বিপাক্ষিক ও কনসুল্যার) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখিত সাক্ষাৎকালে রোহিঙ্গাদেরকে আশ্রয়দানের জন্য তারা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রশংসা করেন।

প্রতিনিধিদলটি আগামীকাল ৪ ও ৫ জানুয়ারি কক্সবাজার সফর করবেন এবং সফর শেষে ৬ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবেন।
Bootstrap Image Preview