Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৮ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে 'মিথ্যাচার'!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৭, ০৫:৪৯ PM আপডেট: ১৩ অক্টোবর ২০১৭, ০৫:৫১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি নিয়ে ভারতীয় গণমাধ্যম জি নিউজ মিথ্যা খবর প্রচার করেছে। চ্যানেলটির খবরে বলা হয়েছে,বাংলাদেশের চিফ জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা প্রায় ৩০ দিন ধরে লাপাত্তা হয়ে আছেন। কেউ তার ব্যাপারে কিছু জানেন না’

খবরে বলা হয়, হিন্দু হওয়ায় তাকে সাজা দেওয়া হচ্ছে। কেন না বাংলাদেশে একজন হিন্দুর জীবনযাপন খুব সমস্যাপূর্ণ হয়ে থাকে।’

বাংলাদেশে রোহিঙ্গা ইস্যু নিয়ে অতিরঞ্জিত খবর প্রচার করা মিডিয়াগুলো এই বিষয়টি নিয়ে একদম চুপ আছে। এজন্য আমরা এই খবরটি দুনিয়ার সামনে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। জি নিউজ সব সময় সকল ধর্মের মানুষের কথা বলে থাকে। জি নিউজ আগেও অনেকবার বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচারের কথা আপনাদের জানিয়েছে। এরা সেই অত্যাচারিত জাতিগোষ্ঠী, যাদের ব্যাপারে কথা বলার মতো দুনিয়াতে কেউ নেই।

জি নিউজের খবরে আরো বলা হয়, সরকারের বিরুদ্ধে একটি ঐতিহাসিক রায় শোনানোর পরতাকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে।কিন্তু জাস্টিস সিনহা এমন কী রায় দিয়েছেন যার জন্য তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে,সেটা আপনাদের পরে জানাব।

এসময় খবরে বলা হয়, বংলাদেশে অনেকের সাথে জাস্টিস সিনহার ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ এই ব্যাপারে কিছু বলতে পারেনি।এমনকি অনেকে এমনও বলেছে যে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন।আবার কেউ কেউ বলছেন, তিনি এখন অস্ট্রেলিয়ায় আছেন। খোঁজ নিতে গিয়ে আমরা এও জানতে পেরেছি যে, তার নিজের এক আত্মীয় যে কিনা সুপ্রিম কোটের জাজ, তিনি নিজেই সিনহার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেই সাক্ষাৎ ছিল করা নজরদারির মাঝে।

Bootstrap Image Preview