Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঠোঁটকাটা সেই শিশুটির জায়গা হলো সাংবাদিক মুন্নার ঘরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৮, ০৯:৫৮ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৮, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

ফেনী শিশু কল্যাণ বোর্ড সভার সিদ্ধান্তে জেলার সদর হাসপাতালের বারান্দায় ফেলে যাওয়া ঠোঁটকাটা সেই কন্যা শিশুটির জায়গা হলো সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্নার সংসারে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) শিশুটির বিকল্প পরিচর্যাকারী হিসেবে দায়িত্ব পান মুন্না।

২০১৭ সালের ২১ ডিসেম্বর ফেনী সদর হাসপাতালের বারান্দায় শিশুটিকে ফেলে যায় তার স্বজনরা। এরপর ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় লালন-পালন চলছিল শিশুটির।

শিশুটির দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক মুন্না বলেন, আমি এ শিশুটির বাবা। আমার সহধর্মিনী তার মা। একমাত্র ছেলে ওহী ইসলাম তার বড় ভাই। এখন থেকে তার নাম কায়নাত ইসলাম রুহী। ওহীর চেয়ে বেশি আদর, স্নেহ, মমতা আর অধিকার নিয়ে আমাদের পরিবারে বেড়ে উঠবে রুহী।

তিনি আরো বলেন, শিশুটি উদ্ধারের পর তার নাম দেওয়া হয়েছিল জান্নাতে নূর। বেশ সুন্দর নাম। কিন্তু নামের ক্ষেত্রে ইসলাম সংযুক্তি আমাদের পারিবারিক সিলসিলার কারণে জান্নাতে নূর নামটি পরিবর্তন করে কায়নাত ইসলাম রুহী রাখা হয়েছে।

এসময় রুহীকে উদ্ধারের পর চিকিৎসা, সেবাদান, বিকল্প পরিচর্যাকারী ও অভিভাবকত্ব অর্জনের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান মুন্না।

Bootstrap Image Preview