Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

প্রকাশ্যে রাস্তায় গাড়িতে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ল দম্পতি? (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৮, ০১:১৮ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

আমির খানের পিকে ছবির ডান্সিং কার মনে আছে তো? সেরকমই একটি ডান্সিং কার ভারতের এক শহরে ধরা পড়ল! রাতে বা কোনও নির্জন গলিতে নয়। এক্কেবারে খোলা রাস্তায়, দুপুরবেলা পথচারীদের চোখে পড়ে এই ডান্সিং কার। তা দেখে তো তাদের চোখ চড়ক গাছে।

কালো কাঁচের জানলায় মোড়া লাল রঙের গাড়ির ভিতর কী চলছে? সবার মনে একই প্রশ্ন তখন। যে গতিতে গাড়িটি দুলছে তাতে অনেকেই ভেবে নিয়েছেন গাড়ির মধ্যে ঘনিষ্ঠ অবস্থায়  দম্পতি। কিন্তু সত্যিই কি তাই? গাড়ির ভিতরে উঁকি মারলে কিন্তু দেখা যাবে পুরোটাই নিছক মজা। গাড়ির মধ্যে রয়েছেন তিন যুবক। পথের লোককে ভিরমি খাওয়াতে এরকমই একটি প্র্যাঙ্ক বেছে নিয়েছিলেন তারা। আর তাই দেখেই মানুষের কৌতূহল চলে গিয়েছিল তুঙ্গে। কেউ দেখে হাসিতে ফেটে পড়ছেন, কেউ আবার পাশ কাটিয়ে ভুঁরু কুচকে চলে যাচ্ছেন। অতএব এই তিন মজার যুবকের প্র্যাঙ্ক সফল।

তিন যুবক এরপর তাদের ইউটিউভ চ্যানেলে ঘটনার ভিডিওটি পোস্ট করেন। এরপর ভিডিও ভাইরাল হয়ে যায়।

https://www.youtube.com/watch?v=slGzRuIY12s বিঃদ্রঃ 'একটু হাসুন' বিভাগের পোষ্টগুলো পাঠকদের বিনোদনের জন্য।

Bootstrap Image Preview