Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০১৯ | ৮ ফাল্গুন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ দস্যু আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ১০:৩৪ PM
আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১০:৩৪ PM

bdmorning Image Preview


ভোলা প্রতিনিধি-

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ নাছির নামে এক দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ঘাসিয়ার চর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। নাছির ভোলার মনপুরা-হাতিয়া জলসীমার দস্যু ফকরা বাহিনীর সদস্য।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সিজি বেইজ ভোলা ও হাতিয়ার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের অবস্থান টের পেয়ে ফকরা বাহিনীর অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

তবে সেখান থেকে ফকরা বাহিনীর প্রধান সহযোগী নাছির (৩০) কে ১ টি শুটার গান, ১টি দেশীয় অস্ত্র ও ৯ রাউন্ড তাজা গুলি এবং ৪ টি পাইরোটেকনিকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview