Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে সীমান্তে পরিত্যক্ত শুটার গান ও গুলি উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে ৪৯ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোয়েন্দা সরবরাহ করা তথ্যের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছে। এসময় বিজিব সেখানে  অভিযান চালালে অপরাধীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার নায়েব আবুল কাসেম  বলেন উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview