Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, সেপ্টেম্বার ২০১৮ | ৪ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পুরুষ তুমি বড় বোকা (কবিতা)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৮, ১২:২৩ PM আপডেট: ০৮ মার্চ ২০১৮, ১২:২৩ PM

bdmorning Image Preview


পুরুষ তুমি বড় বোকা গোলাম মোস্তফা

আমার দেহ মাছের বাজার! তোমার মনে হয়। আমি হলাম সৃষ্টিকৌশল, ঘর বাহিরের মাঝে।

দিন হলে চলে মজা, নারী তুমি অবহেলা। থাকবে আমার পায়ের নীচে, মাটির পুতুল হয়ে।

পুরুষ তুমি বড় বোকা, জন্ম তোমার নারীর পেটে। কেমন করে ভুলে থাকো, এমন মায়ের কথা।

যে মুখে বলো! নারী তুমি খেলার পুতুল , ঘরে থেকে করবে সেবা।

এমন শব্দ বড়ই কষ্ট দেয়! নারী কেন ঘরের মাঝে, থাকবে বাজার ধরে।

আমি নারী সমাজের অহংকার পুরুষ তোমার কষ্ট হলে নারী বলে কি হয়েছে আমায় বলো মন খুলে।

আমি নারী কখনো "মা" সমাজের আলোর পথিক। দিন দুপুরে বসে থাকি, ভাতের থালা নিয়ে। আসবে খোকা, বলবে এসে। মা ওমা শুনছো পেটের খুদা মরছি আমি ভাত আছে কি মোর ঘরে।

আমি নারী বড় আকাশ বোনের মায়ার বিশাল ছায়া। রাখি তোমায় আপন করে সকল কষ্ট থাকি ভুলে তোমার কষ্ট দেখে।

নারী আমি ঘরের আলো, বউয়ের আচল সুখের ছায়া। পাবে তুমি সারাজীবন, রাখো যদি ভালো করে। দেখবে আমায় শিশু কোলে, ডাকবে তোমায় বাবা বলে।

Bootstrap Image Preview