Advertisement

কবর

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০১৬

Advertisement

শেখ মো. জাকির হোসেন-
এখানে কোন সাবমেরিন কেবল নেই,
কোন ওয়াই ফাই সংযোগও নেই,
ইথারে কোন কণ্ঠ ভেসে আসবে না-
বার্তা বিনিময়ের কোন সুযোগ নেই!

তবে আছে বার্তা প্রেরণের একমুখী পথ,
প্রেরক থাকবে দাঁড়িয়ে, আনত আননে।
প্রাপক নিদ্রিত, অসাড়, অন্তিম শয়নে
অসাড় দেহেও সে রবে জাগ্রত মননে।

প্রাপক শুধু বুঝে নিবে বার্তার সার কথা,
ভালবাসার যেসব কথা প্রার্থনা হয়ে যায়,
নীরব উচ্চারণে, একান্ত হৃদয়ের টানে-
পবিত্রতায়, ভালবাসায়, অপার মায়ায়!

Advertisement

 

Advertisement

কমেন্টস