আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কে মসজিদগুলোয় মহিলা ও পুরুষদের আলাদা জায়গায় নামাজ পড়ার যে দীর্ঘদিনের রীতি। তা চ্যালেঞ্জ করে ইস্তুাম্বুলের মহিলা নামাজীদের দল এক প্রচারাভিযান শুরু করেছেন।
সচরাচর মহিলারা নামাজ পড়েন মসজিদের পেছন দিকে ওপরের গ্যালারিতে। কিন্তু এই নারীরা বলছেন, তারা পুরুষদের মতোই প্রধান হলে নামাজ পড়তে চান।