Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে আন্দোলনকারীদের ভিড়ে ট্রাক, নিহত ২০

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৭

Advertisement

বিডিমর্নিং আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের অন্ধ্রপ্রদেশে ইয়ারপেদু থানার সামনে পুতালাপাত্তু-নায়ুদুপেতা মহাসড়কের মানুষ জড়ো হয়েছিল। ওই অঞ্চলের বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা সমাবেত হয়। ঐ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক আন্দোলনরত লোকজনের ভিড়ে উঠে গেলে প্রায় ২০ জন নিহতসহ আরো ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে আজ শুক্রবার ভারতের স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, ট্রাকটি বেশি মালামাল বহন করছিল এবং দ্রুত গতিতে চালানো হচ্ছিল। পরে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে এবং অনেক মানুষ চাকার নিচে পিষ্ট হয়। দুর্ঘটনায় সেখানে থাকা একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় ও রাস্তার পাশের দোকানে আগুন লেগে যায়। আহতদের প্রদেশের তিরুপতির রুইয়া হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে চেন্নাই ও ভেলোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেনিগুনতা শহরের ডেপুটি পুলিশ সুপার কে এস নানজেনদাপ্যা বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয়জন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ জন মারা গেছেন। দুর্ঘটনার কারণে ইয়ারপেদু, শ্রিকালাহাস্তি, রেনিগুনতা ও তিরুপতি এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে।

এরই মধ্যে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার।

Advertisement

 

Advertisement

কমেন্টস