Advertisement

শরীরের রহস্য ফাঁস করলেন সানি লিওন (ভিডিও)

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫

Advertisement

বিডিমর্নিং ডেস্ক-

 

এবার নিজের শরীরের রহস্য ফাঁস করলেন সানি লিওন। শিল্পা শেঠি, বিপাশা বসুদের মত সম্প্রতি তাঁর ওয়ার্কআউট ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ওয়ার্কআউট ভিডিওতে এক গানের তালে ঘাম ঝরিয়েছেন সানি। দর্শন রাভাল ও রিমি নিকুইয়ের গলায় এই গানের তালে তালে ওয়ার্কআউট করছেন এই ইন্দো-কানাডিয়ান পর্নস্টার তথা বলিউড অভিনেত্রী। গানের নাম দেওয়া হয়েছে ‘সুপার হট সানি মর্নিংস।’

 

সানি তাঁর টুইটারে এই ভিডিও-র গানের লিঙ্ক শেয়ার করেছেন। এদিকে, মুক্তির অপেক্ষায় সানির নতুন সেক্স কমেডি সিনেমা ‘মস্তিজাদে’। সানি বলছেন, তার হাতে এখন বলিউডের অন্তত দশটা ছবির অফার। ২০১৬ সালে সানি অভিনীত আরও অন্তত তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা।

 

সানি লিওনের ওয়ার্কআউটের ভিডিও-

 

 

Advertisement

 

Advertisement

কমেন্টস