Advertisement

মৃত্যুর আগে হুমায়ূন আহমেদের শেষ কিছু মুহূর্ত (ভিডিও)

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৬

Advertisement

নিয়াজ শুভ।।

‘মরিলে কান্দিস না আমার দায় রে/জাদু ধন/মরিলে কান্দিস না আমার দায়/সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়/যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায়…..’ শাওনের কণ্ঠেই গানটি শেষবার শুনেছিলেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ তার মৃত্যুর চার বছর পার হলেও জীবন্ত হুমায়ুনকে বিডিমর্নিং পাঠকদের সামনে তুলে ধরতে ভিডিওচিত্রটি প্রকাশ করা হলো।

দেখে নিন ভিডিওটি-

উল্লেখ্য, ২০১২ সালের ১৯ জুলাই আমেরিকাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় হুমায়ূন আহমেদ। তার সৃষ্ট কর্মে তিনি যুগ যুগ বেঁচে থাকবেন লাখো-কোটি ভক্তকূলের হৃদয়ে।

Advertisement

 

Advertisement

কমেন্টস