বিডিমর্নিং ডেস্ক-
দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে ঢাকা মোড়ে দুলাল মার্কেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ফাতেমা বেগম (২০) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের মেয়ে ও ফুলবাড়ী আদর্শ কলেজের ডিগ্রীর ছাত্রী।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রহমান জানান, ফাতেমা মোটরসাইকেলের পিছনে বসে বৈশাখী মেলা হতে বাসায় ফিরছিল। এসময় ঢাকা মোড়ে দুলাল মার্কেটের সামনে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সে ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও চালক আহত অবস্থায় পালিয়ে গেছে বলে জানান তিনি।