Advertisement

জেলা পুলিশে শ্রেষ্ঠ ম্যানেজমেন্ট অফিসার আল আমিন

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৭

Advertisement

মোস্তাফিজ নোমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার পুলিশ বিভাগের ময়মনসিংহ সার্কেলে যোগদানের পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিসি ক্যামেরা নেটওয়ার্ক কন্ট্রোল রুম স্থাপনায় দক্ষতা , বিভিন্ন ইভেন্ট উদযাপন, নিষ্ঠা ও আন্তরিকতায় অসামান্য অবদান রাখায় জেলা পুলিশের শ্রেষ্ট ম্যানেজমেন্ট অফিসার হিসেবে সম্মাননা পেলেন ত্রিশাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল আমিন।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের কল্যান সভায় এ সম্মাননা তুলে দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপর সৈয়দ নুরুল ইসলাম বিপিএম,পিপিএম।

জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) জয়িতা শিল্পী প্রমুখ। সভায় কর্মক্ষেত্রের বিভিন্ন বিভাগে বিশেষ অবধান রাখার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

Advertisement

 

Advertisement

কমেন্টস