Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিডিমর্নিং : সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৭ AM আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৭ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকায় সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কলেজ মাঠে ৪ নং ধীতপুর ইউনিয়ন একাদশ ৩-২ গোলে ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয় লাভ করে।

এর আগে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা: এম আমান উল্লাহ এমপি।

টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন দাস শুভ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার পিপিএম (বার), ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নইম, ২নং মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ৪নং ধীতপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, ৭ নং মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আকরাম হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ চাঁন মিয়া।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ভালুকা পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের ১২ দল এ খেলায় অংশ নেয়। এদের মধ্যে বাছাই করে উপজেলায় একটি ফুটবল দল গঠন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য প্রেরণ করা হবে। কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।

 

Bootstrap Image Preview