Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শীর্ষ ১৪ মাদক ব্যবসায়ীর ছবি প্রকাশ, ধরিয়ে দিলে ১০ হাজার টাকা করে পুরস্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩১ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ ১৪ মাদক ব্যবসায়ীর ছবিসহ তালিকা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এসময় তিনি বলেন, এদের ধরিয়ে দিন। মাদক নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদক ও জঙ্গিবাদের ক্ষেত্রে কোনো দল, মত, বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী নেই। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে এসও রোডের ঈদগাহ ময়দানে সিদ্ধিরগঞ্জ থানা আয়োজিত ‘মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় শিশু, নারী নির্যাতন, ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই আমরা দেখতে চাই না। এগুলো হলে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে আপনাদের সহযোগতিা চাই।

কমিউনিটি পুলিশিং সমাবেশে ১৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীর নাম ছবি ও ঠিকানা সমন্বয়ে তালিকা প্রকাশ করা হয়। পুলিশের তালিকাভুক্ত এসব মাদক ব্যবসায়ীকে ধরিয়ে বা সন্ধান দিতে পারলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।

Bootstrap Image Preview