Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিএমডিসি কার্যালয়ে দুদকের আকস্মিক অভিযান, 'ভয়াবহ জালিয়াতি' উদঘাটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৪ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৪ PM

bdmorning Image Preview


চিকিৎসকদের যোগ্যতা সনদ (রেজিস্ট্রেশন) প্রদানে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।

জানা যায়, দুদক অভিযোগ কেন্দ্রে ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে চীনের তাইসান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া সনদের ভিত্তিতে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নেয়ার অভিযোগ আসে। এরপর দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী তাৎক্ষণিক তদন্ত ও অভিযানের নির্দেশ দেন।

প্রাথমিক তথ্যানুসন্ধানে দুদক জানতে পারে চীনের তাইসান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওই চিকিৎসকরা ডিগ্রি অর্জন করেননি।

অভিযানের অংশ হিসেবে দুদক টিম বিএমডিসি কার্যালয়ে ৭ চিকিৎসকের কাগজপত্র যাচাই করে প্রত্যেকেরই নথিপত্রে মারাত্মক অসঙ্গতির প্রমাণ পায়। এদের মধ্যে ৩ জন গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে বলে জানা যায়। এ বিষয়ে বিএমডিসি কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা এ অনিয়মের ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) জানান, বিএমডিসি এভাবে যথাযথ যাচাই ব্যতীত রেজিস্ট্রেশন দিতে পারে না। দুদক অতি সত্বর এ ঘটনার উপর অনুসন্ধান কার্যক্রম চালাবে এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Bootstrap Image Preview