Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইন্টারেক্টিভ ডিজিটাল টেক্সটবুকের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৫ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৫ PM

bdmorning Image Preview


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি) কর্তৃক প্রণীত ষষ্ঠ শ্রেণির ১৬টি পাঠ্যপুস্তকের ইন্টারেক্টিভ ডিজিটাল টেক্সটবুকের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তাল মিলিয়ে যুগোপযোগীভাবে চলতে হলে আমাদের তাদের মতোই প্রযুক্তিতে উন্নয়ন বৃদ্ধি করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউট মিলনায়তনে ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা গ্রামাঞ্চলেও শিক্ষার্থীদের ভেতর প্রযুক্তির ন্যূনতম ব্যবহার নিশ্চিত করতে চাই। সেক্ষেত্রে সহায়ক হবে এই ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুক। এছাড়াও,আইসিটি শিক্ষা বাধ্যতামূলককরণ, ভর্তি প্রক্রিয়া এবং ফলাফল অনলাইনে প্রকাশসহ শিক্ষা মন্ত্রণালয়ের আরও অনেক কার্যক্রম পেপারলেস করা হয়েছে। লক্ষ্য একটাই, ভিশণ ২০২১ অনুসারে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশকে ডিজিটাল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, আমাদের ছেলে মেয়েদের জ্ঞান আছে। তাদের জ্ঞান ও দক্ষতা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার। আমি শুধুমাত্র যোগানদার, শিক্ষকরা হচ্ছে প্রধান নিয়ামক শক্তি। তারা তাদের শিক্ষাব্রতের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের প্রধান সম্পদ হিসেবে তৈরি করবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলমগির, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিডিএম এর কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ এবং টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের পরিচালক মো. জহির উদ্দিন বাবর।

প্রফেসর নারায়ন চন্দ্র সাহা জানান, বইগুলোতে অডিও, ভিডিও, টেক্সট এবং এনিমেশন ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। মূলত, ধর্মীয় বইগুলোর ক্ষেত্রে সাবধান থাকতে হয়েছে সবচেয়ে বেশী। এছাড়াও, ব্যবহার করা হয়েছে হাইপার লিংক যাতে কঠিন বিষয়গুলো বোধগম্য হয়। বইগুলো এনএসটিবি এর ওয়েবসাইট এ সকলের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে নবম-দশম শ্রেণির ৬টি বইয়ের ই-লার্নিং ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। এছাড়া, সেসিপ প্রকল্পের আওতায় ৭ম শ্রেণির ৬টি এবং ৮ম শ্রেণির ৬টি ইন্টারএকটিভ ডিজিটাল বই তৈরি প্রক্রিয়াধীন আছে। ধারণা করা হচ্ছে বইগুলোর আধুনিকীকরণের মাধ্যমে পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলো শিক্ষার্থীদের জন্য সহজলভ্য এবং শিখনস্থায়ী হবে।

Bootstrap Image Preview