Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনট মুক্তিযোদ্ধা কার্যালয়ে তৃতীয় দফা দুর্বৃত্তদের হানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৮ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৮ PM

bdmorning Image Preview


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আবারো হানা দিয়ে দুর্বৃত্তরা মালামাল ও মূল্যবান কাগজপত্র চুরি করেছে। এ নিয়ে কয়েকদিনের ব্যবধানে একই কৌশলে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তৃতীয় দফায় দুর্বৃত্তরা হানা দিলো।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। ওই কার্যালয়ে নৈশ প্রহরী নেই। অন্যান্য দিনের মতো ৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মুক্তিযোদ্ধারা কার্যক্রম শেষে কার্যালয়ে তালা লাগিয়ে চলে যান। ওই রাতের কোন এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের পিছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সৌর বিদ্যুতের একটি ব্যাটারী, ফ্যান ও আলমীরার তালা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র চুরি করেছে।

এরপর ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে কার্যালয় থেকে সৌর বিদ্যুতের প্যানেলটি চুরি করেছে। এ ছাড়া ১৯ সেপ্টেম্বর রাতে একই কৌশলে দুর্বৃত্তরা কার্যালয়ের পিছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখান থেকে টেলিভিশনটি চুরি করে। মাত্র ১৫ দিনে তৃতীয় দফা চুরির ঘটনায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ জালাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বস্তরের মানুষ সম্মান করে। কিন্ত আমাদের কার্যালয়ে বার বার চুরির ঘটনায় মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্ন করা হচ্ছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছে না।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ এরফান বলেন, এ বিষয়টি গুরত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের সনাক্তকরণসহ মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্ত তারপরও কোন কাজ হচ্ছে না। তবে নিরাপত্তার জন্য মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন কার্যালয় থেকে মালামালগুলো নতুন ভবনে স্থানান্তর করা হচ্ছে।

Bootstrap Image Preview