Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২৫৫ শ্রবণ প্রতিবন্ধীর কানে সাড়ে ২৫ কোটি টাকার ‘কক্লিয়ার ইমপ্লান্ট’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪১ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৬ AM

bdmorning Image Preview


শ্রবণ প্রতিবন্ধীরা যেন কানে শুনতে পায় সে কারণে ২৫৫ জন শ্রবণ প্রতিবন্ধীর মাঝে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে ‘কক্লিয়ার ইমপ্লান্ট’ ডিভাইস স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদের কাছে পৃথিবীটা শব্দময় হয়ে উঠছে বলে জানিয়েছেন চিকিসৎকরা।

১০ লক্ষাধিক টাকা ব্যয় শ্রবণ প্রতিবন্ধীদের কানে স্থাপনের এই কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইসটি বিনামূল্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে(বিএসএমএমইউ) সরবরাহ করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ‘ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম ইন বিএসএমএমইউ’ কর্মসূচীর আওতায় ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ২৫৫ জন শ্রবণ প্রতিবন্ধীর মাঝে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাওয়া তথ্যমতে, আরও শতাধিক শ্রবণ প্রতিবন্ধী শিশুকে এই সেবা প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস স্থাপন ব্যয়বহুল চিকিৎসা। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর কানে স্থাপন করা হয় এবং এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরা কানে শুনতে পারেন। প্রতিটি কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইসের মূল্য ১০ লাখ টাকার বেশি।

গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের মাল্টিপারপাস হলে ৮ম ‘কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি’ বিষয়ক ২দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় কর্মশালায় চিকিৎসক, স্পিচ থেরাপিস্ট, অডিওলজিস্টসহ ২০০ জন অংশগ্রহণ করেন।

এর আগে অনুষ্ঠিত এ ধরণের ৭টি কর্মশালায় দুই সহ্রসাধিক সংশ্লিষ্ট চিকিৎসক, স্পিচ থেরাপিস্ট, অডিওলজিস্টদের ‘কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারির’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।  ইন্টারন্যাশনাল গেস্ট ফ্যাকাল্টি হিসেবে মূল্যবান লেকচার প্রদান করেন ভারতের ব্যাঙ্গালোরের কলম্বিয়া এশিয়া হসপিটাল-এর ডা. সম্পদ চন্দ্র প্রাসাদ রাও।

সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহার পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম ইন বিএসএমএমইউ-এর কর্মসূচীর পরিচালক অধ্যাপক ডা. মোঃ আবুল হাসনাত জোয়ারদার প্রমুখ।

Bootstrap Image Preview