Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছিটকে গেলেন হার্দিক পান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৪ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৪ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে বোলিং করার সময় পিঠে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠে ছেড়েছিলেন৷ এরপরই এশিয়া কাপে ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ সংশয় কাটল বৃহস্পতিবার৷ ভারতীয় বোর্ড সূত্রের তরফে জানানো হলো এশিয়া কাপে আর নেই হার্দিক৷ পিঠের চোটের জন্য এশিয়া কাপের বাকি ম্যাচে আর খেলা হবে না বরোদার অল-রাউন্ডারের৷ তবে হার্দিকের পরিবর্তে রোহিতের দলে কে আসতে চলেছেন?

হার্দিকের পরিবর্ত হিসেবে দুবাইয়ে নাকি ছুটে যাচ্ছেন দীপক চাহার৷ বৃহস্পতিবারই এই পেসার দুবাইয়ে পা রাখতে পারেন বলে খবর৷ যদিও বোর্ডের পক্ষ থেকে পাকাপাকিভাবে চাহারের দুবাই যাওয়া নিয়ে এখনও বিবৃতি দেওয়া হয়নি৷

পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বল করার পরেই কোমরে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হার্দিক৷ দুবাইয়ের গরমে ক্রিকেটারদের মাংসপেশীতে টান ধরা অস্বাভাবিক কিছু নয়৷ তবে এক্ষেত্রে খিঁচ লেগে থাকতে পারে পান্ডিয়ার৷ ভারতীয় ফিজিও মাঠে আসার আগেই ধোনি-রোহিতরা পান্ডিয়ার শুশ্রুষায় হাত লাগান৷ এগিয়ে আসেন পাক ব্যাটসম্যানরাও৷ বেশ কিছুক্ষণ ধরে মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে পান্ডিয়ার৷ পরে স্ট্রেচার ডাকা হয় মাঠে৷ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ভারতীয় অলরাউন্ডার৷ বোর্ড সূত্রে পরে জানা যায় ড্রেসিংরুমে নিজের পায়ে দাঁড়াতে পেরেছিলেন ভারতীয় অল-রাউন্ডার৷ পিঠের চোট পেয়েছেন হার্দিক৷ বোর্ডের মেডিক্যাল টিম পান্ডিয়ার চিকিৎসা চালাচ্ছে৷

চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ৪.৫ ওভার বল করেন হার্দিক৷ ২৪ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি তিনি৷

Bootstrap Image Preview