Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে নরমাল ডেলিভারী সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২০ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৭ AM

bdmorning Image Preview


জাতীয় স্বাস্থ্যের উন্নয়নে সঠিক কার্যকরী এবং মানসম্মত মাতৃস্বাস্থ্য, নবজাতক, প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান এবং বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এই সেবার আওতায় নিয়ে আসার লক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী সেবা জোরদারকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল বুধবার সকালে চৌহালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) আনিসুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে, উপজেলা প.প.কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠন শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ তারিকুল ইসলাম, এ ডি সি সি ডাঃ মোঃ আলতাফ হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এম সি এইচ ডাঃ ফাহমিদা হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আবু নজির মিয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগনের দোরগোড়ায় অবস্থিত ২৫ হাজার থেকে ৩০ হাজার জনগনকে সেবা প্রদান করে এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত আচরণ পরিবর্তন ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করেন।

Bootstrap Image Preview