Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুপার ফোরের ঘোষিত সূচিতে ক্ষুদ্ধ ও হতাশ মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৬ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৩ AM

bdmorning Image Preview


এশিয়া কাপে সূচি বিতর্ক চলছেই।সূচি পরিবর্তন নিয়ে প্রথমে তোপ দেগেছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বুধবার সুপার ফেরের সূচি নিয়ে অসেন্তোশ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরফি মর্তুজা।

১৮ সেপ্টেম্বর ভারত গত কাল হংকংকে হারিয়ে দেওয়ার পরেই সুপার ফোর-এর চারটি দল ঠিক করে বুধবার সুপার ফোরের সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যদিও তখন ভারত-পাকিস্তান ও বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ বাকি ছিল। গ্রুপের শেষ ম্যাচ হওয়ার আগেই ভারত এ ১, পাকিস্তান এ ২ এবং আফগানিস্তান এ ১ ও বাংলাদেশ এ ২ দল হয়ে যায়।

নতুন সূচিতে আফগানিস্তানকে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন ও বাংলাদেশকে রানার্স-আপ করা হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর আফগানদের বিপক্ষে খেলবে পাকিস্তান। এর ফলে যা দাঁড়াল, আফগানিস্তান ম্যাচ তারা জিতুক বা হারুক, বাংলাদেশকে আগে থেকেই গ্রুপের দু’নম্বর দল হতে হচ্ছে।

যার জেরে বৃহস্পতিবার আবু ধাবিতে ম্যাচ খেলে শুক্রবারই আবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ে খেলতে হবে বাংলাদেশকে। যা নিয়ে তীব্র ক্ষোভ মর্তুজার। তিনি বলেন, ‘‘এতে পাগলেও হতাশ হবে। আফগানিস্তান ম্যাচে নামার আগেই আমরা গ্রুপের দু’নম্বর দল হয়ে গেলাম। তা হলে আর এই ম্যাচের মানে কী?’’

বুধবার অনুশীলনের পরে তিনি সাংবাদিকদের তিনি আরো বলেন, এটি একটি আন্তর্জাতিক ম্যাচ। আর আমরা নিজের দেশকে প্রতিনিধিত্ব করছি। আর তাই আমাদের কাছে এটি অনেক গুরুত্বপূর্ণ। তবে গ্রুপ পর্যায়ের ম্যাচে অথবা সুপার ফোরের ম্যাচে কিছু নিয়মাবলী রয়েছে। আর আমরা সেসব নিয়ম থেকে দূরে সরে যাচ্ছি।

২৪ ঘন্টার মধ্যে দুটি ৫০ ওভারের ম্যাচ ইনজুরি নিয়ে খেলা মুশফিকুর রহিমের বিশ্রামে থাকা অনেকটাই নিশ্চিত। এছাড়া সাকিব আল হাসান ইনজেকশন নিয়ে ম্যাচ খেলে যাচ্ছেন।

Bootstrap Image Preview