Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানিদের খাঁচাবন্দি টিভি নিয়ে মজা নিচ্ছে ভারতীয়রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৫ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। ক্রিকেটের এই লড়াই দুই দেশের সমর্থকদের মাঝে অনেক পুরনো বিষয় নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। প্রতিবারই এতে যোগ হয় নতুন আরও কিছু।

ভারত-পাকিস্তান মানেই যেন চির দ্বন্দ্ব আর দ্বৈরথ। রাজনীতি, ব্যবসা বা খেলা, বিষয় যাই হোক- টানটান একটা উত্তেজনা কীভাবে যেন তৈরি হয়ে যায়। এশিয়া কাপে বুধবারের খেলা নিয়েও এমন পরিস্থিতি চলছে দুই দেশের সমর্থকদের মাঝে। সামাজিক মাধ্যমের ওপর ভর করে এখনকার দিনে পরষ্পর খোঁচাখুঁচি বা ট্রোল করাটা অনেকটাই সহজতর আর জনপ্রিয় এক ‘খেল’ এ রূপ নিয়েছে যেন।

দুই দলের ক্রিকেটাররা মাঠে পরষ্পরকে স্লেজিং করে আর বাইরে দর্শক-সমর্থকরা খেলা সংশ্লিষ্ট হরেক বিষয় নিয়ে একে অন্যকে নিয়ে মজা করায় মজে থাকে।

এরই ধারাবাহিকতায় এবার একটি খাঁচাবন্দি টিভি নিয়ে খুব ট্রোল চলছে সামাজিক মাধ্যমে। একজন ভারতীয় টুইটারে এই ছবি শেয়ার করে বোঝাতে চেয়েছে যে এটা পাকিস্তানের ঘটনা। প্রসঙ্গত, ভারত-পাকিস্তান ম্যাচে যে দলই হারে তাদের দেশের বিরাট এক জনতা তা সহজ ভাবে মানতে পারে না। অনেকেই অস্বাভাবিক আচরণ করে। কেউ কেউ রাগ ঝাড়েন ঘরের টিভির ওপর। মানে টিভি আছড়ে ভাঙার ধুম পড়ে যায় যেন।

তবে আজকের ম্যাচে শুরুতেই ভুবনেশ্বর কুমারের জোড়া আঘাতে দুই উইকেট হারায় পাকিস্তান। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইমাম উল হক (২)। এরপর ফাখর জামানও ভুল করেছেন। ফিরতে হয় তাকেও। এরপর দেড়শ রানের কোঠায় যেতেই একে একে সাত উইকেট চলে গেছে।

এমন অবস্থায় ভারতীয় শিবির উল্লসিত- তারা ধরে নেয় পাকিস্তান আজ হারতে চলেছে আর হারলেই সেই দেশে টিভি ভাঙা শুরু হবে! এই ধারণার ওপর ভর করে মজা নিতে দোষ কী? যদিও খেলা শেষ হতে অনেক বাকি এখনও।

কিন্তু সামাজিক মাধ্যমে ছবির কারসাজিতে ভারতীয় নেটিজেনরা বোঝাতে চাইছে- পাকিস্তানের ‘সম্ভাব্য’ হারের হার এমন পরিস্থিতি মোকাবেলার জন্য আগে থেকেই টিভিকে লোহার খাঁচায় ভরে রাখা হয়েছে- টুইটারে এমন একটি ছবিকে নিয়ে খুব মাতামাতি করছে ভারতীয় সমর্থকরা।

টিভিতে দেখা যাচ্ছে পাকিস্তানি একটি টিভি চ্যানেলে হিজাব পরিহিত এক নারী সংবাদ পাঠ করছেন- তার  মুখ বিষাদাক্রান্ত, মানে কোনো খারাপ খবর শোনাচ্ছেন যেন। যদিও খেলা হারার পর বাস্তবে টিভি ভাঙাভাঙির চণ্ডালবৃত্তিতে দুই দেশেরই কিছু সমর্থক সমান পটু। তবে এই ছবিটি একজন ইন্ডিয়ান শেয়ার করে পাকিস্তানিদের ওপর মজা নিতে চেষ্টা করেছে। যদিও গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে এত আগে থেকে কিছু বলা বা ধারণা করা ঠিক না। মুহুর্তেই পরিস্থিতি পাল্টে যেতে পারে।

তাদের পেছনে দেখা যাচ্ছে চলমান রয়েছে প্রচুর মোটরসাইকেল ও গাড়ি। সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। টু্ইটার ইউজার আতিফ আসলাম ক্যাপশনে লিখেছেন- এটা পাকিস্তান-ভারত ম্যাচ, একটি বলও মিস করা যাবে না!

প্রসঙ্গত, গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান-ভারত মোকাবেলায় জয়ী হয়েছিল পাকিস্তান। 

Bootstrap Image Preview