Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১৬২ রানে গুটিয়ে গেল পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৫ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৫ PM

bdmorning Image Preview


এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত পাকিস্থান হাই-ভোল্টেজ এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারের আগে সব উইকেট হারিয়ে ১৬২ রানে অলআউট হয়েছে পাকিস্তান।জয়ের জন্য ভারতের ১৬৩ রান দরকার।

ব্যাটিংয়ের শুরুটা একে বারেই ভালো করতে পারেনি পাকিস্তান।ভুবেনশ্বরের বোলিং ঝড়ে রান দুই উইকেট হারিয়ে বসে পাক শিবির।পরপর দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

এরপর শোয়েব মালিক বাবর আজমের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সরফরাজরা। এই দুই ব্যাটসম্যান মিলে ৮৩ রানের জুটি গড়েন। কিন্তু ২২ ওভারের মাথায় কুলদীপের বলে বোল্ড আউট হন বাবর ভেঙে যায় বড় রানের এই জুটি।এরপর উইকেটে আসেন সরফরাজ কিন্তু তিনি মালিককে সময় দিতে পারলেন না।মাত্র রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান সাজ ঘরে।

সরফরাজের বিদায়ের পরপরই রান আউটের ফাঁদে পড়েন দীর্ঘ সময় দলে থাকা মালিক।ব্যাট হাতে তিনি করেন ৪৩ রান।মালিকের বিদায়ের পরপরই পাল্টে যায় খেলার চিত্র১০০ রান করতেই উইকেট বিলিয়ে দেয় পাকিস্তান। এরপর আর উইকেটে কেউ দাঁড়াতে পারে না।৪৩ ওভার বলে ১৬২ রানে গুড়িয়ে যায়।

পাকিস্তান একাদশ:

ইমাম, ফখর, বাবর, শোয়েব মালিক, সরফরাজ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব, ফাহিম, আমির, হাসান, উসমান খান
ভারত একাদশ: রোহিত (অধিনায়ক), ধাওয়ান, রাইডু, ধোনি, কার্তিক, যাদব, পান্ডিয়া, ভুবনেশ্বর, বুমরাহ, চাহাল, কুলদীপ

Bootstrap Image Preview