Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯ PM

bdmorning Image Preview


বেনাপোল প্রতিনিধিঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়ার পর বাংলাদেশ ভারতের বেনাপোল-পেট্রাপোল সিএন্ডএফ কর্মচারীদের আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় এ ঘটনা ঘটে।

বেনাপোল সিএন্ডএফ সূত্র জানায়বেনাপোলের এম আর ট্রেডিং ফ্রেস নামের একটি সিএন্ডএফ এর কর্মচারী শাহআলম পেট্রাপোল বন্দরে আমদানি বাণিজ্য পণ্য লোডের জন্য গেলে তার সাথে ট্রাকের ভাড়া নিয়ে বাকবিতণ্ডার পর ভারতের পেট্রোপল বন্দরের সিএন্ড এফ কর্মচারীরা তাকে মারধর করে। এরপর বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ এবং সেদেশের সিএন্ডএফ সদস্যরা আলোচনার মাধ্যমে বাংলাদেশি সিএন্ডএফ কর্মচারী শাহআলমকে ফেরত দেয়।

পরে বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের বনগাঁও মহাকুমার মোটরশ্রমিক নেতা প্রভাস কুমার শাহআলমকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে উত্তেজিত বেনাপোল বন্দরের সিএন্ডএফ কর্মচারীরা তাকে মারপিট করে।

এ ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। এ সময় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে হাজার হাজার উত্তেজিত সিএন্ডএফ কর্মচারিকে চিৎকার করতে দেখা যায়।

Bootstrap Image Preview