Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


পাবনার ঈশ্বরদীতে এক কৃষকের বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২ ভরির স্বর্ণালংকার ও ১২ হাজার টাকা ডাকাতির আভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নারিচা গ্রামের কৃষক জামিন সরদারের বাড়িতে ঢুকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে।

কৃষকের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে জামিন সরদারের বাড়িতে ৬-৭ জনের ডাকাত ডিবি পুলিশ পরিচয় দিয়ে হানা দেয়। ডাকাতেরা এসময় বলে, আপনাদের বাড়িতে অবৈধ অস্ত্র আছে, দরজা খোলেন। বেশ কিছু সময় পার হলেও দরজা না খোলায় ডাকাতেরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকে। এ সময় জামিন সরদারকে পিটিয়ে হাত-পা বেঁধে ঘরের মেঝের ওপর ফেলে রাখা হয়। কৃষক জামিন সরদার বলেন, প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট শেষে ডাকাতেরা চলে যায়। লুট করে নেওয়া জিনিসের মধ্যে ২ ভরির স্বর্ণালংকার ও ১২ হাজার টাকা রয়েছে।

ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, একদল ডাকাত ওই কৃষকের বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও মালামাল লুটে নিয়েছে।

ঈম্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 
 

Bootstrap Image Preview