Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রেনের আড়াই হাজার লিটার তেল জব্দ, আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকায় ট্রেনের জ্বালানী তেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় ২৫৩০ লিটার তেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল আজিমপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক ও চুরি যাওয়া তেল জব্দ করে।

আটককৃতরা হলেন- লালপুর উপজেলার বাউরা এলাকার আজাহার আলীর ছেলে মকবুল হোসেন (৪৮), কালুপাড়ার মহির উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল (৪৪) এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

র‌্যাব-৫ নাটোর অফিসের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে গোপালপুর ডিগ্রী কলেজ রাস্তার তোজাম্মলের দোকানের সামনে থেকে ৬০০ লিটার পেট্রোল, ২০০ লিটার ডিজেল, ৪০০ লিটার কেরোসিন, ১২০০ লিটার মবিল ও ১৩০ লিটার মিশ্রিত তেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তরের করা হয়েছে এবং তাদেরকে বুধবার দুপুরে নাটোর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview