Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে সহিংস-উগ্রবাদ প্রতিরোধে দেয়ালিকা প্রতিযোগিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৮ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৮ AM

bdmorning Image Preview


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে মাদরাসা ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী মনসুর হোসেন ডিগ্রী কলেজ চত্বরে ‘সহনশীলতা ও সৌহাদ্য-সম্প্রীতি’ প্রতিপাদ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

প্রতিযোগিতায় সিংজানী ডিএসএস সিনিয়র আলিম মাদরাসার ১৫ জন এবং মনসুর হোসেন ডিগ্রী কলেজের ১৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ৬টি দেয়াল পত্রিকা প্রদর্শিত হয়।

এ সময় পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, জেলা তথ্য অফিসার মজিবর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, সহকরী অধ্যাপক মোজাহার আলী, প্রভাষক রাব্বি, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আঞ্চলিক সমন্বয়ক কে জী এম ফারুক, সহকারী পরিচালক ফজলে রাব্বি, সমন্বয়ক শামীম রেজা উপস্থিত ছিলেন।

বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেছেন সিংজানী ডিএসএস সিনিয়র আলিম মাদরাসা।

Bootstrap Image Preview