Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে ভারত ও পাকিস্তানের ম্যাচ গুরুত্বহীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview


রাজনৈতিক বিরোধের কারনে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় কোন সিরিজে অংশ নেয়নি ভারত ও পাকিস্তান।এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।সেই জন্যই দীর্ঘ ১৫ মাস পর আবার মুখোমুখি এই দুটি দল। ক্রিকেটের মাঠে যুদ্ধ যেন বাউন্ডারি পেরিয়ে মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে।

কিন্তু জানেন কী, আসলে এই ম্যাচটার কোনও গুরুত্বই নেই। সেটা অবশ্য আক্ষরিক অর্থে নয়। কারণ, ভারত-পাক ম্যাচ সমর্থকদের কাছে কখনও গুরুত্বহীন হয় না। কিন্তু এশিয়া কাপের স্বার্থে আজকের এই ম্যাচ কার্যত গুরুত্বহীন।

কারণ, দুটো দলই ইতিমধ্যে হংকংকে হারিয়ে সুপার ফারে উঠে গিয়েছে। ফলে আজ ভারত বা পাকিস্তান, যে দলই হারুক না কেন কোনও প্রবাব পড়বে না। ফলে এরকম পরিস্থিতিতে দুই দলের ক্রিকেটাররাই যে মাথা ঠাণ্ডা রেখে মাঠে নামবেন তা বলাবাহুল্য। তবে দুই দেশের চিরন্তন লড়াইয়ে ভারত-পাক ক্রিকেটারদের উপর আলাদা একটা চাপ তো থাকেই। সেটা এই ম্যাচেও বজায় থাকবেই।

সর্বশেষ ২০১২ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিলো দু’দল। ভারতের মাটিতে অনুষ্ঠিত ঐ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। এর আগে ২০০৭ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিলো ভারত ও পাকিস্তান।

Bootstrap Image Preview