Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬ AM

bdmorning Image Preview


বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রভাষক কৃষ্ট মোহন সিংহ সিংহকে সভাপতি, প্রভাষক সুজন ঘোষকে সাধারণ সম্পাদক ও জগদ্বিশ চন্দ্র শর্মাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়া হলে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলার ৮ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন রাজনৈতিক দল যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে। আমাদের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সেদিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে।

সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কমল চন্দ্র, চাড়োল ইউনিয়নের সভাপতি পিতাম্বর চন্দ্র সিংহ, পাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিপদ সিংহসহ উপজেলা ও ইউনিয়ন ঐক্য পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে উপজেলার ৮ ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাকদের যৌথ স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview