Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে শিক্ষার মান উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৫ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৫ AM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে ‘শিক্ষার মান উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার বাবু গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশি চন্দ্রের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শরামিন আখতার।

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) নসির উদ্দিন ও সাবেক প্রধান শিক্ষক শফিউদ্দিন প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview