Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জার্মানির গোয়েন্দা প্রধানকে পদত্যাগ করতে বলা হচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪১ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


পদত্যাগ করতে বলা হয়েছে জার্মানির গোয়েন্দা সংস্থার প্রধান হ্যান্স-জর্জ মাসেনকে একইসাথে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দিতে বলা হয়েছে তাকে

দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মনে করেন, মাসেন জার্মানির বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে হস্তক্ষেপ করেছেন মাসেনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠক ডেকেছিলো মের্কেল জোট

উল্লেখ্য, গত ২৬ আগস্ট এক জার্মান নাগরিকের ছুরিকাঘাতে নিহতের ঘটনার প্রেক্ষিতে, উগ্রডানপন্থী সমর্থকদের দ্বারা অভিবাসনপ্রত্যাশীদের ওপর চড়াও হওয়ার ভিডিও ফুটেজের বিষয়ে সন্দেহ প্রকাশ করার পর থেকেই তোপের মুখে পড়েন মাসেন

এদিকে, জার্মান গণমাধ্যমগুলো মাসেনের এই পদচ্যুতিকে সমালোচনা করে বলেছে, এটি কোনও শাস্তি হতে পারে না বরং এরমাধ্যমে মাসেনকে পুরস্কৃত করা হয়েছে তবে, মাসেনের পদে কে স্থলাভিষিক্ত হচ্ছেন সে বিষয়ে কিছু জানা যায়নি বলে জানিয়েছে গণমাধ্যমগুলো

Bootstrap Image Preview