Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৩ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৩ AM

bdmorning Image Preview


বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আ ক ম রইসুল হক বাহার মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিস্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বুকের ব্যথা অনুভব করায় মঙ্গলবার সন্ধ্যায় রইসুলকে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

আজ বুধবার সকালে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে। এরপর বেলা ২টায় মরদেহ চট্টগ্রাম বন্দর ভবনের সামনে নিয়ে যাওয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

১৯৫২ সালের ১ এপ্রিল জন্মগ্রহণকারী রইসুল হক বাহার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ছিলেন। ১৯৬৯ সালে তিনি চট্টগ্রাম বন্দরে চাকরিতে যোগদান করেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে বইও লিখেছেন।  জাতীয় দৈনিক ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেছেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক পূর্বকোণ। তিনি সেখানে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে সাংবাদিক রইসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) পক্ষ থেকে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গবেষক রইসুল হক বাহারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং যুগ্ম মহাসচিব মহসিন কাজী।

Bootstrap Image Preview