Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক দিনেই পাসপোর্ট, জানুয়ারিতে ই-পাসপোর্ট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৬ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৩ AM

bdmorning Image Preview


পাসপোর্টের জন্যে আবেদনের পর ২১ দিন নয়, এবার এক দিনের মধ্যেই পাসপোর্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। সেই সাথে জানুয়ারিতে ই-পাসপোর্ট সেবাও দেওয়া হবে। জরুরি ভিত্তিতে এই সিস্টেমে পাসপোর্ট সরবরাহের কাজ এরই মধ্যে সীমিত আকারে চালু হয়েছে। ব্যাপক হারে এ সেবা চালুর জন্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেবা পার্সপোর্ট পেতে দীর্ঘ জটিলতা থেকেও রেহাই দিবে বলে আশাবাদী সেবাদানকারী  সংশ্লিষ্টরা।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান গণমাধ্যমকে বলেন, ‘যাদের অতি প্রয়োজনে এক দিনেই পাসপোর্ট দরকার, আমরা তাদের তা সরবরাহ করতে পারছি। সীমিত আকারে এ কার্যক্রম চালু হয়েছে, আমরা শিগগিরই ব্যাপক হারে এ সেবা দিতে পারব।’

পাসপোর্ট আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি জমা দেওয়ার সময় মূল কার্ডও দেখানোর নিয়ম করা হয়েছে। এ ছাড়া আগামী জানুয়ারি থেকে ই-পাসপোর্ট চালু হচ্ছে বলেও জানিয়েছেন মহাপরিচালক। 

পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, সাধারণভাবে একটি পাসপোর্টের আবেদন করার ২১ দিন পর পাসপোর্ট পেয়ে থাকে একজন গ্রাহক। জরুরি ভিত্তিতে পেতে হলে তিন দিনে পাওয়া যায়। ‘সুপার এক্সপ্রেস’ নামের ডেলিভারি সিস্টেমে এক দিনেই মিলছে পাসপোর্ট। তবে আপাতত এটি শুধু রিনিউ আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। নতুন পাসপোর্ট গ্রাহকদের জন্য এখনো এ সেবা চালু হয়নি। কারণ হিসেবে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, যাদের আগে থেকে এমআরপি পাসপোর্ট আছে তাদের নতুন পাসপোর্ট করতে ভেরিফিকেশনের প্রয়োজন হয় না। ফলে তাদের পাসপোর্ট এক দিনে দেওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক গণমাধ্যমকে জানান, এমন অনেক ঘটনা আছে যে বিদেশে যাওয়ার জন্য ভিসা নেবেন কিন্তু পাসপোর্টের মেয়াদ আছে এক দিন। এ ক্ষেত্রে ছুটে আসেন  এক দিনে পাসপোর্ট করার জন্য। এ ছাড়া এমন অনেকে আছে যারা খুব অসুস্থ, এক দিনেই তাদের পাসপোর্ট প্রয়োজন, বিদেশে যাবে চিকিৎসা করাতে। এমন সব জরুরি কারণেই সুপার এক্সপ্রেস পাসপোর্ট চালু করা হচ্ছে।

তিনি আরো বলেন, যদি কেউ এক দিনে পাসপোর্ট পেতে চায় তাহলে তাকে ব্যাংকে জরুরি পাসপোর্টের ফি জমা দিয়ে দুপুর ১২টার আগে আবেদন জমা দিতে হবে। ১২টার আগে আবেদন পেলে সন্ধ্যার দিকে পাসপোর্ট সরবরাহ করা হয়।’

Bootstrap Image Preview