Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে মা ও শিশুর বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩১ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৯ AM

bdmorning Image Preview


জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ কর্তৃক মা ও শিশুর বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঝিনাইদহের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হেলথ ক্যাম্পে মা ও শিশুর স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ উদ্বোধন করা হয়।

জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্পে ওরস্যালাইন, বিস্কুট ও সাবান বিতরণ এবং মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ, ঝিনাইদহ সদরের এমসি এইচএফপি মেডিকেল আফিসার ডাক্তার শহীদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার উম্মে সালমা আক্তার, চুক্তিবদ্ধ এনজিও লাবন্য মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া সিদ্দীকি।

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খন্দকার শরিফা আক্তার। সার্বিকভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম, এস এম সোহেল রানা রোকেয়া খাতুন, শিললুর রহমান, ইব্রাহিম, রোকেয়া খাতুন, ফৌজিয়া হক জুই প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সরোজ কুমার নাথ কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় মা ও শিশু উপকারভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ, ঝিনাইদহ সদরের এমসি এইচএফপি মেডিকেল আফিসার ডাক্তার শহীদুর রহমান হেলথ ক্যাম্পে মা ও শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করেন। স্বাস্থ্যসেবা শেষে ওরস্যালাইন, বিস্কুট ও সাবান বিতরন করেন। মঙ্গল ও বুধবার ২দিনব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডের মা ও শিশু উপকারভোগীদের হেলথ ক্যাম্পে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হবে।

Bootstrap Image Preview