Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাবিব-উন নবী সোহেল গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫২ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫২ PM

bdmorning Image Preview


বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু জানান, বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল তার ব্যক্তিগত গাড়িযোগে সন্ধ্যার দিকে গুলশানের গোলচত্বর পৌঁছালে হঠাৎ পুলিশ এসে তাকে জোরপূর্বক গ্রেফতার করে গুলশান থানায় নিয়ে যায়।

সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম। তবে আটকের কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।

এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গ্রেফতারের বিষয়ে জানান, হাবীব-উন-নবী খান সোহেলকে আটক করে গুলশান থানায় আনা হয়েছে। গুলশান থেকে তাকে আটক করা হয়েছে। আটকের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

Bootstrap Image Preview