Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদির জন্মদিনে নবজাতকদের সোনার আংটি উপহার দিলেন ডাক্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৮ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৮ AM

bdmorning Image Preview
ছবি: ইন্টারনেট


উপলক্ষ্যটা বিশেষ। তাই উপহারটাও মূল্যবান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে তামিলনাড়ুর বিজেপি দল সদ্যজাতকে সোনার আংটি উপহার দিল। সোমবার রাজ্যের দলীয় প্রধান তথা স্ত্রীরোগ বিশেষজ্ঞ তামিলিসাই সৌন্দরারাজন এই আংটিটি উপহার দেন সদ্যোজাতকে। তিনি চেন্নাইয়ের সরকারি হাসপাতালের চিকিত্‍সক। 

এ দিনে নবজাতকদের সোনার আংটি উপহার দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে তারা। এনডিটিভি জানায়, চেন্নাই সিভিল সার্কেল পরিচালিত একটি সরকারি হাসপাতালে সোমবার জন্মগ্রহণকারী শিশুদের সোনার আংটি উপহার দিয়েছেন রাজ্য বিজেপির প্রধান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. তামিলিসাই সৌন্দররাজন।

তামিলনাড়ুর বিজেপি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছে। তাতে লেখা হয়েছে, "বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নেতাকে শুভ জন্মদিন।"বিশেষ দিনে দামি উপহার দেয়ার ঘটনা তামিলনাড়ুতে প্রথম নয়। ফেব্রুয়ারিতেই এআইএডএমকে নেত্রী তথা সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মবার্ষিকীর দিনে জন্মগ্রহণকারী সাতজন শিশুকে সোনার আংটি উপহার দেয়া হয়।

মন্ত্রী ডি জয়কুমার রাজপরিবারের রাজা স্যার রামাস্বামী মুদালিয়ার সরকারি হাসপাতাল পরিদর্শন করেন এবং নবজাতকদের সোনার আংটি উপহার দেন।

বারাণসীতে নির্বাচনী এলাকাতেই সোমবার সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। কাশী বিশ্বনাথ মন্দিরে মোদি বিশেষ প্রার্থনা করেন। তারপর কিছু স্কুলপড়ুয়া শিশুর সঙ্গে ‘চলো জিতে হ্যায়’ নামের একটি সিনেমা দেখেন। এই সিনেমাটি তার জীবনের ভিত্তিতেই তৈরি।

প্রধানমন্ত্রী মোদির জন্য জন্মদিনে শুভেচ্ছায় ভরে গেছে মোদির টুইটার অ্যাকাউন্ট। শুভেচ্ছা টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। তার দীর্ঘায়ু কামনা করি। দেশের পরিষেবায় আরও বহু বছর কাজ করুন আপনি।’

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, জন্মদিনের উষ্ণ অভিনন্দন রইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের কামনা করি।’

বিজেপিপ্রধান অমিত শাহ তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মোদির নেতৃত্বাধীন ভারত এখন উন্নয়ন ও অগ্রগতির আরেক নাম।

টুইট করে শুভেচ্ছা জানান রাহুল গান্ধীও। তিনি লেখেন,শুভ জন্মদিন, মোদিজি। আপনার সুস্বাস্থ্য ও সুখের কামনা করি সর্বদা।

বিশেষ দিনে দামী উপহার দেওয়ার ঘটনা তামিলনাড়ুতে প্রথম নয়। ফেব্রুয়ারিতেই এআইএডএমকে নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মবার্ষিকীর দিনে জন্মগ্রহণকারী সাতজন শিশুকে সোনার আংটি উপহার দেওয়া হয়।মন্ত্রী ডি জয়কুমার রাজপরিবারের রাজা স্যার রামাস্বামী মুদালিয়ার সরকারি হাসপাতাল পরিদর্শন করেন এবং নবজাতকদের সোনার আংটি উপহার দেন।

আজ 68 বছর বয়সে পা দিলেন প্রধানমন্ত্রী মোদি। বারাণসীতে তার নির্বাচনী এলাকাতেই আজ সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রধানমন্ত্রী বিশেষ প্রার্থনা করবেন তারপরে কিছু স্কুলপড়ুয়া শিশুর সঙ্গে "চলো জীতে হ্যায়" নামের একটি সিনেমা দেখবেন। এই সিনেমাটি তাঁর জীবনের ভিত্তিতেই তৈরি। এই দিনে বাবতপুর-শিবপুর রাস্তা সম্প্রসারণ সহ কিছু উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করার কথা প্রধানমন্ত্রীর। বেনারাস হিন্দু বিশ্ববিদ্যালয়েও কিছু প্রকল্প শুরু করার সম্ভাবনাও রয়েছে।

প্রধানমন্ত্রী মোদির জন্য জন্মদিনে শুভেচ্ছায় ভরে গিয়েছে মোদির টুইটার অ্যকাউন্ট। শুভেচ্ছা টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি জানিয়েছেন,"আমাদের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু কামনা করি। দেশের পরিষেবায় আরও বহু বছর কাজ করুন তিনি।"

Bootstrap Image Preview