Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে পরিবেশ দূষণের কারণে এক বছরেই নিহত ১৮ হাজার মানুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫২ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৪ AM

bdmorning Image Preview
ছবিঃ আবু সুফিয়ান জুয়েল


রাজধানীতে পরিবেশ দূষণের কারণে ২০১৫ সালে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বের অন্যান্য শহর মিলিয়ে ওই বছর প্রাণ হারিয়েছে ৮০ হাজার মানুষ।

রবিবার প্রকাশিত ২০১৮ সালের দেশভিত্তিক পরিবেশ বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য জানায় ওয়াশিংটনভিত্তিক ঋণদানকারী সংস্থাটি।

বিশ্বব্যাংকেরএনহ্যান্সিং অপারচুনেটিস ফর ক্লিন অ্যান্ড রিজেলিয়েন্ট গ্রোথ ইন আরবান বাংলাদেশ : কান্ট্রি ইনভায়রনমেন্টাল অ্যানালাইসিস-২০১৮শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি ঢাকা, পাবনা ও কক্সবাজার শহরে পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

ছবিঃ আবু সুফিয়ান জুয়েল

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে সারা বিশ্বে পরিবেশ দূষণগত কারণে ১৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। পরিবেশ দূষণের ফলে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে। দক্ষিণ এশিয়াতে গড় হারে ২৫ দশমিক ৯ শতাংশ মানুষ পরিবেশ দূষণজনিত রোগে মারা যায়। সেখানে মৃত্যুর দিক থেকে বাংলাদেশ এককভাবে সবার শীর্ষে। পরিবেশ দূষণের ফলে বাংলাদেশের শহরাঞ্চলে ২৭ দশমিক ৭ শতাংশ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, পরিবেশ দূষণজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশের পরেই আছে প্রতিবেশী দেশ ভারত। ভারতে এই হার ২৬ দশমিক ৫ শতাংশ। নেপালে মারা যায় ২৫ দশমিক ৮ শতাংশ, পাকিস্থানে ২২ দশমিক ২ শতাংশ, আফগানিস্তানে ২০ দশমিক ৬ শতাংশ, ভুটানে ১৩ শতাংশ মানুষ মারা যায়। এদিক থেকে সবচেয়ে কম মানুষ মারা যায় মালদ্বীপে। দেশটিতে এ-সংক্রান্ত কারণে রোগে আক্রান্ত হয়ে মারা যায় ১১ দশমিক ৫ শতাংশ মানুষ।

ছবিঃ আবু সুফিয়ান জুয়েল

বিশ্বব্যাংক আরো জানায়, বাংলাদেশের শহরাঞ্চলে বায়ু দূষণ, সুপেয় পানির অপর্যাপ্ততা, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, খাবার পানিতে আর্সেনিক ও পেশাগত কারণে সৃষ্ট দূষণে মানুষের জীবন থেকে ২০ লাখ ২৬ হাজার বছর সমপরিমাণ সময় হারিয়ে গেছে। সংস্থাটির মতে, নগরায়ন ও শিল্প বৃদ্ধির সঙ্গে বাংলাদেশকে এর জন্য পরিবেশগত মূল্য দিতে হচ্ছে যা শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনাকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে।

প্রতিবেদন অনুযায়ী, শ্রম উৎপাদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শহুরে এলাকার এই মৃত্যুহারের ক্ষতির পরিমাণ ১ দশমিক ৪০ বিলিয়ন ডলার; যা ২০১৫ সালের বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.৭ শতাংশের সমান। সেই হিসাবে রাজধানী ঢাকাতেই ক্ষতি হয়েছে ৩১ কোটি ডলার, যা ২০১৫ সালের জিডিপির ০.২ শতাংশের সমান। পরিবেশ দূষণজনিত কারণে বাংলাদেশে বছরে আর্থিক ক্ষতি হয় ৫২ হাজার কোটি টাকা। বিশ্বে পরিবেশ দূষণজনিত কারণে মানুষের মৃত্যুর হার ১৬ শতাংশ। যেখানে বাংলাদেশে এ হার প্রায় দ্বিগুণ। বাংলাদেশে পরিবেশ দূষণের কারণে মৃত্যুর হার ২৮ শতাংশ।

 

Bootstrap Image Preview