Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হাসি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে

মো: গোলাম মোস্তফা (দুঃখু)
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৩ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৭ AM

bdmorning Image Preview


এখনো কি তুমি রাত জাগো !
আমার অপেক্ষায় বসে থেকে ।

আমার জানতে ইচ্ছে করে ! 
রাতের আঁধারে তুমি কি আজও ,
আমার অপেক্ষায় বসে থাকো ।

আচ্ছা আমাদের কি ,
কথা বলার শব্দ শেষ হয়ে গিয়েছিলো !

যদি শেষ না হয় !
তাহলে কেন তোমার শব্দ শুনতে পাই না ।

এমন ভাবে যদি চলে যাবে !
কেনই বা তাহলে এত করে বলেছিলে ।

ভালোবাসি, ভালোবাসি তোমার চোখ ,
ভালোবাসি, ভালোবাসি তোমার শরীরের গন্ধ ।

ভালোবাসি, ভালোবাসি তোমার মিষ্টি হাসি ,
ভালোবাসি, ভালোবাসি তোমার গল্প বলা ।

আমার অপেক্ষা শেষ হবে না !
জীবন রাত আমাকে বাঁচিয়ে রেখেছে ,
তোমার বলা শব্দ গুলোর মাঝে ।

তুমি কি আগের মতো করে ,
এখনো বাসায় আনন্দ করো ।

আমি না এখন আর হাসতে পারি না !
হাসি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে ।

শেষ বারের মতো তোমাকে দেখতে চাই ,
কখন যদি মনে হয় দেখা দিবে ।

একবার বলে দেখবে !
মৃত দেহ আবার প্রাণ ফিরে পাবে ।

Bootstrap Image Preview