Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

শহিদুল ইসলাম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:০১ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:০১ PM

bdmorning Image Preview


বেনাপোল প্র‌তি‌নি‌ধি:

যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে মুদ্রা পাচার, অস্ত্র-মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, বিজিবি প্রতিনিধি দল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বিএসএফের ডিসি শ্রী রাভি ইয়াদাভ তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বৈঠকে বিজিবির পক্ষে ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার তৌহিদুল ইসলাম।

সঙ্গে ছিলেন, কর্নেল আরশাদুজ্জামান, ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যশোর ৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম, স্টাফ অফিসার আব্দুল হান্নান খান ও রাশেদুল আলমসহ ১৬ সদস্য।

অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কলকাতা বিএসএফের ডিআইজি আর আর শর্মা ও ডিসি শ্রী রাভি ইয়াদাভসহ ১৬ সদস্য।

৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বৈঠকে সীমান্ত পথে মুদ্রা পাচার, অস্ত্র-মাদক চোরাচালান, অনুপ্রবেশ রোধে বিজিবি ও বিএসএফ সদস্যরা এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে যেমন সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে, তেমনি বিজিবি ও বিএসএফের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে

Bootstrap Image Preview