Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুখ দিয়ে প্রসাব করা অদ্ভুত প্রাণীর সন্ধান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৭ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৭ PM

bdmorning Image Preview


খরগোশ আর কচ্ছপের গল্প সবাই জানি। নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে সফল হয়েছিল কচ্ছপ। আর অলসতা আর অহংকারের কারণে পরাজয় বরণ করেছে খরগোশ। আজকের আলোচনার বিষয় অবশ্য সেটি নয়। বিষয়টি কচ্ছপ নিয়ে। আবারও আলোচনায় এসেছে কচ্ছপ। কচ্ছপ নাকি প্রস্রাব করে মুখ দিয়ে। এমনটিই বলছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমন এক প্রাণীর কথা যে কিনা মুখ দিয়ে প্রসাব করে। চীনে এমন অভ্যাসের প্রাণী খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

এ ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত এমন অদ্ভুত অভ্যাসের প্রাণী একটিরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরা কয়েক বছর আগে চীনের এই বিশেষ প্রজাতির কচ্ছপের মধ্যে মুখ দিয়ে প্রস্রাব করার ঘটনা লক্ষ্য করেন।

জানা গেছে, নরম খোলের ওই কচ্ছপের মুখের ভেতর এক ধরনের জালক রয়েছে। যা শ্বাস গ্রহণের কাজে লাগে বলে মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু সে ধারণা আসলে ঠিক নয়, ওই জালক মূলত প্রস্রাব করার জন্যই ব্যবহৃত হয়। আর এটা জেনে অবাক হয়ে গেছেন গবেষকদের ওই দলটি।

তবে কচ্ছপের এমন অদ্ভুত অভ্যাস থাকলেও মানুষের জীবনে এমন আবিষ্কার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। কিডনি সংক্রান্ত রোগের ক্ষেত্রে নতুন গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই বিশেষ প্রজাতির কচ্ছপের শারীরিক গঠন।

Bootstrap Image Preview